• info@railwayestate.gov.bd
  • ভূ-সম্পত্তি বিভাগ, বাংলাদেশ রেলওয়ে
  • যোগাযোগ+8809638905406
  • লগইন



Railway Estate Management System (REMS) এ আপনার নামীয় রেলভূমির অস্থায়ী লাইসেন্সের সকল তথ্যের এন্ট্রি নিশ্চিত করুন এবং লাইসেন্স নম্বর জেনে নিন। যে কোন প্রয়োজনে সংশ্লিষ্ট কাচারী অফিসে যোগাযোগ করুন *** লাইসেন্সের তথ্য এন্ট্রির সময় আপনার মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রদান করুন

বাংলাদেশ রেলওয়ের ভূমিসেবা পোর্টালে স্বাগতম

বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ভূমির লাইসেন্স যাচাই ও লাইসেন্স ফি পরিশোধ, অনলাইনে নামজারী আবেদন দাখিল এবং লাইসেন্স গ্রহণের জন্য দরপত্র দাখিল করাসহ রেলভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা এখন অনলাইনে গ্রহণ করুন।

মৎস্য চাষের উদ্দেশ্যে ০.৫০ একরের ঊর্ধ্বের জলাশয়ের দরপত্রের মাধ্যমে এবং ০.৫০ একর পর্যন্ত জলাশয়ের নিলামের মাধ্যমে ০৩ (তিন) বছর মেয়াদে অস্থায়ী লাইসেন্স প্রদান করা হয়।

লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে অস্থায়ী লাইসেন্সের তথ্য যাচাই করুন। সংশ্লিষ্ট কাচারী হতে লাইসেন্স নম্বর এবং REMS এ রেজিস্টার্ড জাতীয় পরিচয়পত্র নম্বর জেনে নিন।

রেলভূমিতে চাষাবাদের উদ্দেশ্যে নিলামের মাধ্যমে ০২ (দুই) বছর মেয়াদী এবং নবায়নভিত্তিক অস্থায়ী কৃষি লাইসেন্স প্রদান করা হয়।

রেলভূমিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ০১ (এক) বছর মেয়াদী এবং নবায়নভিত্তিক অস্থায়ী বাণিজ্যিক লাইসেন্স প্রদান করা হয়।

মৎস্য চাষের উদ্দেশ্যে ০.৫০ একরের ঊর্ধ্বের জলাশয়ের দরপত্রের মাধ্যমে এবং ০.৫০ একর পর্যন্ত জলাশয়ের নিলামের মাধ্যমে ০৩ (তিন) বছর মেয়াদে অস্থায়ী লাইসেন্স প্রদান করা হয়।

বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-সরকারি, স্থানীয় সরকার ইত্যাদি প্রতিষ্ঠানের প্রয়োজনে রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রেলভূমির লাইসেন্স/লীজ/ব্যবহারের অনুমতি প্রদান করে থাকে।

রেলভূমিতে নার্সারী, ডেইরী ফার্ম, চাতাল, হাঁস-মুরগীর খামার পরিচালনার জন্য রেলভূমির অস্থায়ী লাইসেন্স প্রদান করা হয়।

8

জেলা

35

উপজেলা

84

স্টেশন

527

কিঃ মিঃ রেললাইন